এনআরএস-এ বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন

- আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 33
রমিত বন্দ্যোপাধ্যায়: বৃহস্পতিবার এন আর এস মেডিকেল কলেজ এবং হাসপাতালের আকাদেমি বিল্ডিংয়ে প্রায় ২৫০ জন হিমোফিলিয়া রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়। প্রতি বছরের মতো এবছরও হাসপাতালের হেমাটোলজি বিভাগের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পারসন উইথ হিমোফিলিয়া এবং তাদের পরিবারদের এক আন্তরিক সস্পর্ক ধরা পড়ে এই অনুষ্ঠানে। পারসন উইথ হিমোফিলিয়া-দের নাচ, গান, আবৃতি এবং অন্যান্য সাংকৃতিক পরিবেশনায় সেজে ওঠে সমগ্র অনুষ্ঠানটি। তবে তারই মাঝে অ্যাওয়ার্নেস প্রোগ্রাম উপস্থাপন করেন ডাক্তাররা। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের ওএসডি এবং স্পেশাল সেক্রেটারি ডা. অনিরুদ্ধ নিয়োগী, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডা. স্বপন সোরেন , এনআরএস এর প্রিন্সিপাল ডা. ইন্দিরা দে (পাল), এমএসভিপি ডা. মানবেন্দ্র সরকার, হেমাটোলজি বিভাগের প্রধান ডা. তুফান কান্তি দোলুই,অধ্যাপক ডা. প্রকাশ কুমার মন্ডল-সহ অন্যান্যরা।
হেমাটোলজি বিভাগের প্রধান ডা. তুফান কান্তি দোলুই প্রতিবেদকে জানান, ‘বর্তমানে হেমাটোলজি বিভাগ থেকে ডে কেয়ার, ওপিডি, ফিজিওথেরাপি, মাল্টি-জিম-এর মতো সমস্ত উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। ভবিষ্যতে প্রি-নেটাল ডায়াগনোসিস শুরু করার চেষ্টা করছি, যাতে মায়ের পেটে থাকার সময়েই সেই ভ্রুণ হেমোফিলিয়া আক্রান্ত কিনা জানা যাবে।’
অধ্যাপক ডা. প্রকাশ কুমার মন্ডল বলেন,” হিমোফিলিয়া আক্রান্ত মেয়েদের সংখ্যা খুবই কম পাই বেশিরভাগ ছেলেদের মধ্যেই এই রোগ পাওয়া যায়। পিএনডি বা প্রি-নেটাল ডায়াগনোসিস হিমোফিলিয়া নির্ধারণ ক্ষেত্রে খুবই প্রয়েজনীয়। আমরা যথা শীঘ্রই চেষ্টায় রয়েছি এই পরিষেবা এনআরএস-এ চালু করার।
ওএসডি এবং স্পেশাল সেক্রেটারি ডা. অনিরুদ্ধ নিয়োগী বললেন ,”এই অনুষ্ঠানে এসে এনআরএস হেমাটোলজি বিভাগে চিকিৎসারত রোগী এবং তাদের পরিবারদের সঙ্গে এখানকার স্বাস্থ্য কর্মীদের এক আন্তরিক পরিবেশ উপভোগ করলাম।রাজ্যের স্বাস্থ ব্যাবস্থার আরো উন্নতির জন্য এই ধরণের পরিবেশ যথেষ্ট প্রশংসনীয় এবং অনুকরণযোগ্য।”
ইছাপুর, নদীয়া, বারাসাত থেকে আগত কিছু অভিভাবকেরা বললেন ,”আমরা হিমোফিলিয়া দিবসের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি।ডাক্তার এবং কাউন্সিলরদের কাছ থেকে আমাদের যেমন এই মারণ রোগ সংক্রান্ত সচেতনতা এবং করণীয়র কথা জানতে পারি ঠিক তেমনি অন্যান্য মা-বাবাদের সঙ্গে কথা বলে মনোবল পাই। হিমোফিলিয়া আক্রান্ত আমাদের ছেলেমেয়েদের যখন এত আনন্দের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে দেখি তখন খুব শান্তি পাই।”
ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডা. স্বপন সোরেন বললেন ,”এনআরএস হেমাটোলজি বিভাগ অনেকটাই এগিয়ে আছে মানবিকতার দিক থেকে।এখানে চিকিৎসা গ্রহণকারীদের রোগীর থেকেও মানুষ হিসেবে বিচার করা হয়। জিন ডিটেকশনের মাধ্যমে বা প্রি-নেটাল ডায়াগনোসিস এর পদ্ধতিটা দ্রুত চালু করার চেষ্টা চলছে।