২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার
  • / 7

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- তামাক নয়, আমদের প্রয়োজন খাদ্য। এই স্লোগানেই আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুরে। এই উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তামাক ব্যবহার থেকে বিরত থাকতে সচেনতা মূলক ট্যাবলোর সূচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে একজন মানুষ প্রতিদিন নেশা হিসেবে প্রতিদিন যে পরিমান টাকার তামাক জাত ব্যবহার করেন তা দিয়ে খাদ্য ক্রয় করলে পারিবারিক সামাজিক ও ব্যক্তিগত সব ক্ষেত্রেই উপকার হয়। তামাক শরীরে কি কি ক্ষতি করে তা সকলেরোই জানা। কিন্তু পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে যে এর কূ-প্রভাব রয়েছে তা অনেকেই বোঝেন না। তাই এবছর দেশ জুড়ে “we need food, not tobacco” এই স্লোগানে মানুষকে সচেতনতা করার কর্মসূচী পালন করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- তামাক নয়, আমদের প্রয়োজন খাদ্য। এই স্লোগানেই আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুরে। এই উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তামাক ব্যবহার থেকে বিরত থাকতে সচেনতা মূলক ট্যাবলোর সূচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে একজন মানুষ প্রতিদিন নেশা হিসেবে প্রতিদিন যে পরিমান টাকার তামাক জাত ব্যবহার করেন তা দিয়ে খাদ্য ক্রয় করলে পারিবারিক সামাজিক ও ব্যক্তিগত সব ক্ষেত্রেই উপকার হয়। তামাক শরীরে কি কি ক্ষতি করে তা সকলেরোই জানা। কিন্তু পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে যে এর কূ-প্রভাব রয়েছে তা অনেকেই বোঝেন না। তাই এবছর দেশ জুড়ে “we need food, not tobacco” এই স্লোগানে মানুষকে সচেতনতা করার কর্মসূচী পালন করা হচ্ছে।