সমস্ত পদক ও সম্মান ফিরিয়ে দিতে চান কুস্তিগীররা

- আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ভারতীয় কুস্তিগীররা এবার তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদস্বরূপ নিজেদের পদ এবং সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বললেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু তা দেওয়ার বদলে দিল্লি পুলিশ কুস্তিগীরদের উপর অত্যাচার করছে বলে জানিয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। বজরং পুনিয়া’ জানিয়েছেন, ‘ পুলিশ যখন আমাদের ধাক্কা মারছিল, তখন ওরা ভুলে গেছিল যে আমরা জাতীয় সম্মানপ্রাপ্ত। আমরা তো পদ্মশ্রী পেয়েছি। ‘ সাক্ষী জানিয়েছেন,’ পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার বদলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করল। মহিলারা রাস্তায় বসে দিনের পর দিন সুবিচার চেয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই।’
ভিনেশ ফোগাট এতটাই কষ্ট পেয়েছেন পুলিশের ব্যবহারে, যে বলছেন,’আমাদের যদি আপনারা সম্মানই দিতে পারবেন না, তাহলে আমাদের সব সম্মান ফিরিয়ে নিন। আমরা সুবিচার চাই।’ দিল্লি পুলিশের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই বলে জানিয়েছেন আন্দোলনরত কুস্তিগীররা। ইতিমধ্যেই যন্তর মন্তরে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।