বার্লিন, ১৫ ফেব্রুয়ারি: সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং টিকটকের বিরুদ্ধে সুর চড়ালেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার অনুমতি দেওয়া হবে না। এক্স এবং টিকটক-কে ইউরোপীয় আইন মেনে চলার বার্তাও দিয়েছেন তিনি।
স্টাইনমায়ার বলেন, “আমরা ইউরোপীয়রা দাবি করছি, টিকটক-এক্স ইউরোপীয় আইন মেনে চলবে। অন্যান্য প্রযুক্তি ও সামাজিক মাধ্যমগুলিকেও আইন মেনে চলতে হবে। আমরা কখনোই সামাজিক মাধ্যমগুলিকে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ও সমাজকে ধ্বংস করতে দেবো না। আমাদের শিশুদের গুরুতর ক্ষতি করতে দেব না।”
প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়া ও তুরস্কে তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশকিছু শর্ত আরোপ করে। অস্ট্রেলিয়ায় নাবালক তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এই পরিস্থিতে জার্মান প্রেসিডেন্টের মন্তব্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।