পুবের কলম প্রতিবেদক: হলুদ ট্যাক্সির অস্তিত্বই যখন প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল, ঠিক সেইসময় ঐতিহ্যের হাত ধরে নতুন সাজে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সির লুক আল্যাইক নেমে জানান দিতে চলেছে ‘এভাবেও ফিরে আসা যায়’। হলুদ রঙের বডির দুপাশে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কালো রঙের নকশা আর হেরিটেজের ট্যাগ লাইন সেঁটে ঐতিহ্যের সাজ নিয়ে এবার রাজপথে দেখা যাবে এই নতুন হলুদ ট্যাক্সিকে। যার নাম দেওয়া হচ্ছে হেরিটেজ ক্যাব। সম্প্রতি হেরিটেজ সংরক্ষণ নিয়ে কাজ করা একটি সংস্থা হলুদ ট্যাক্সির ওপর এই অলঙ্করণের প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার পরিবহণ দফতরের অতিরিক্ত সচিব ওই সংস্থাকে জানিয়েছেন হলুদ ট্যাক্সির ওই অলঙ্করণ অনুমোদন করেছে রাজ্য সরকার।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেই শোনা গিয়েছিল এন এ মোবিলিটি নামে একটি সংস্থা তিন হাজার সি এন জি চালিত হলুদ ক্যাব চালু করতে চায়। যেগুলি যাত্রী সাথী আপের মাধ্যমেই বুকিং করা যাবে। চলতি বছরেই কলকাতার হলুদ ট্যাক্সির সাজে ২০০ টি ক্যাব রাস্তায় নামাতে চেয়েছিল তারা। এজন্য চলতি বছরেই ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছিল। কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সির ঐতিহ্য ধরে রাখা এমনকী হলুদ ট্যাক্সির চালকদের পুনর্বাসন দেওয়াই সংস্থাটির উদ্দেশ্য বলে জানা গিয়েছিল।
এবার হলুদ রঙের এই আপ প্রযুক্তির ক্যাব এর হেরিটেজ সাজের মাধ্যমে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটে গেল। প্রতি মাসে অন্তত কুড়িটি গাড়িতে এই ধরনের অলঙ্করণ করার কথা বলা হয়েছে। আগামীদিনে কলকাতার নস্টালজিয়া হলুদ অ্যাম্বাসেডারেও এই ধরনের অলংকরণ করা যায় কিনা তার চিন্তাভাবনা চলছে।