ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী, ৩০০ জনকে নোটিশ ধরাল যোগী প্রশাসন

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 37
পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে। শুক্রবার জুম্মার নামাযের পর বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ দেখানো হয়। উত্তরপ্রদেশের বিভিন্ন মসজিদে জুম্মার নামাযের পর কালো ব্যাজ পরে প্রতিবাদ করেন মুসলিমরা। এবার সেই প্রতিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল যোগী প্রশাসন। ৩০০ জন প্রতিবাদীকে আইনি নোটিশ ধরাল উত্তরপ্রদেশ সরকার। ওয়াকফ বিলের বিরোধিতা করায় রবিবার ৩০০ জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে মুজফফরনগর জেলা প্রশাসন। প্রতিবাদীদের ২ লক্ষ টাকার বন্ড জমা দিতে বলা হয়েছে। জেলা পুলিশ সুপার (শহর) সত্যনারায়ণ প্রজাপত বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রতিবাদীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে ৩০০ জনকে নোটিশ দেওয়া হয়েছে। ফুটেজ দেখে আরও প্রতিবাদীদের চিহ্নিত করছে পুলিশ।
এদিকে প্রতিবাদীরা বলছে, তারা কেবল গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার জন্য কালো ব্যাজ পরেছিলেন। তাছাড়া প্রতিবাদ করার অধিকার সংবিধান স্বীকৃত। নাগরিকের গণতান্ত্রিক অধিকারও খর্ব করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবারও বহু প্রতিবাদীদের নোটিশ ধরিয়েছে যোগী প্রশাসন। গত ২৮ মার্চ মুজফফরনগরের বিভিন্ন মসজিদে নামাযের পর ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন বহু মানুষ। কালো ব্যাজ পরে প্রতিবাদ করেন তারা। এই ঘটনার পর প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যোগী পুলিশ। পুলিশের রিপোর্টের ভিত্তিতে ২৪ জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন সিটি ম্যাজিস্ট্রেট বিকাশ কাশ্যপ। ১৬ এপ্রিল তারা আদালতে হাজির হলে তাদের প্রত্যেককে ২ লক্ষ টাকার বন্ড জমা দিতে বলা হয়। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ২ দিনে সংসদের দুই কক্ষে ২৫ ঘণ্টার বেশি বিতর্ক হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের যুক্তি-পাল্টা যুক্তির পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে বিলটি। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি। বিপক্ষে ভোট পড়েছে ২৩২টি। রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়েছে ১২৮টি, বিপক্ষে ৯৫টি।