কাবুল থেকে আফগান তরুণীর পাঠানো জলে নির্মীয়মান রাম মন্দিরের জলাভিষেক করলেন যোগী
- আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কাবুল থেকে এসেছে জল। রবিবার এই কথা নিজেই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।কাবুল থেকে ওই জল পাঠিয়েছেন এক আফগান তরুণী, যা দিয়ে জলাভিষেকও করেছেন যোগী।
সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অযোধ্যায় চলছে রাম মন্দির নির্মাণের কাজ। যার জন্য সারা দেশ জুড়ে চলছে অর্থ সংগ্রহের কাজ
পাশাপাশি সারা পৃথিবীর বিভিন্ন দেশের পবিত্র নদীর জল আসছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তা গ্রহণও করছেন। এবার করলেন যোগী আদিত্যনাথ।
হিন্দুরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই মহৎ কাজে হাত লাগিয়েছেন। ১১৫টি ছোট ছোট পাত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখে পবিত্র জল পাঠানো হয়েছে।