পুবের কলম প্রতিবেদকঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে রাজ্য হজ কমিটি সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য যোগ্যশ্রী সিভিল সার্ভিসের কোচিং শুরু করেছে। মুলত আইএএস এবং আইপিএস হওয়ার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। ইতিমধ্যেই যোগ্যশ্রীতে কোচিং-এর জন্য আবেদন গ্রহণ করা চলছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে বলে ফের সময় বাড়িয়েছে রাজ্য হজ কমিটি। সংখ্যালঘু দফতরের জয়েন্ট সেক্রেটরি ও রাজ্য হজ কমিটির কার্য্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকি জানিয়েছেন আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।
যোগ্যশ্রীতে কোচিং নিতে হলে সেটা সম্পুর্ণ বিনামূল্যে ও আবাসিক। আইএস কোচিং-এর জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিভাবান প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। নিয়মিত মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের উপযোগী করে তোলা হয়। এক ছাদের নীচে সর্বোচ্চ মানের কোচিং প্রদান করছে অভিজ্ঞ প্রশিক্ষকরা।
এই প্রকল্পটি রাজ্যের সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের উদ্যোগ। মেধাবি পড়ুয়াদের কাছ থেকে আবেদন গ্রহণ করার আবেদন জানিয়েছে রাজ্য হজ কমিটি। মুহাম্মদ নকি বলেন, আরও বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।