বৃষ্টি চেয়ে ব্যাঙের বিয়ে, আয়োজন দেখলে অবাক হয়ে যাবেন

- আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ বিয়ে তো মানুষের হয়। তবে ব্যাঙের বিয়ে হয় কখনও শুনেছিন কি? আর শুনে থাকলেও, কি কারণে বিয়ে হয়েছে সেটা জানলে আপনি চমকে যাবেন।
আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস হতে চলল। বৃষ্টির লেশ মাত্র নেই। মাঠেই শুকোচ্ছে পাট। এমনকি ব্যাপক ক্ষতির মুখে ধান চাষও। এমত অবস্থায় বৃষ্টির আশায় গ্রাম বাংলার প্রাচীন রীতিপালন করে ব্যাঙের বিয়ে দিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার যুবকরা। হাস্যকৌতুক হলেও এটাই সত্য। অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নেন ওই গ্রামের কিছু যুবক। এমনকি পালকিতে করে বিয়ের আয়োজন চলে বলেও খবর। খরা থেকে রেহাই পেতে বাংলা সহ গোটা দেশে একসময়ে এই রীতি ছিল বহুল প্রচলিত।
সূত্রের খবর, হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ের জন্য মণ্ডপ, মালা বদল অনুষ্ঠান, গায়ে হলুদ, আশীর্বাদের ধান-দূর্বা, সাত পাক ঘোরা, সিঁদুর দান, পুরোহিতের মন্ত্র পাঠ, শঙ্খের ধ্বনি, খাওয়াদাওয়া, নাচ গান প্রায় সবকিছুর নিয়ম ছিল ব্যাঙের এই বিয়েতে।
এমনকি এই অনুষ্ঠানে আমন্ত্রিত নবদম্পতিরা নববধূকে দান করেছেন নগদ অর্থও। একদম ধূমধাম করে সব রীতিনীতি মেনেই এই বিবাহ সম্পন্ন হয় বলে সূত্রে খবর। তবে একসময় ব্যাঙের বিয়ে ভালোই প্রচলিত ছিল, তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ‘সংস্কার-কুসংস্কারের’ বেড়াজালে অনেকটাই কমে এসেছে এই রেওয়াজ। জানা গেছে, খরা ও অনাবৃষ্টি থেকে বাঁচতে হরিহরপাড়ায় এই বিয়ে হয়। এমনকি ব্যাঙের বিয়ে দেখতে ভিড় জমিয়েছে অনেকেই।