১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিউবের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক: ইউটিউবের সিইও সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।

৪৯ বছর বয়সী নীল মোহন ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এরপর ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার হন। নীল মোহনের হাত ধরে তৈরি হয় ইউটিউবের একটি শীর্ষস্থানীয় দল এবং ইউএক্স দল। তারা বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা— ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম এবং শর্টস এগুলো নিয়ে এসেছেন। নীল মোহন মাইক্রোসফ্টের সঙ্গেও কাজ করেছেন। সেখানে তিনি করপোরেট কৌশলের ব্যবস্থাপক ছিলেন। ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান প্রডাক্ট অফিসার হিসেবে কাজ করে আসছেন। তবে কখন আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন তিনি তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি। পোস্টে সুসান লিখেন, তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।

গুগলে অ্যাড প্রডাক্টসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পর ২০১৪ সালে ইউটিউবের সিইও হয়েছিলেন সুজান। তিনি গুগলের গোড়ার দিকে অন্যতম একজন কর্মী ছিলেন এবং প্রায় ২৫ বছর ধরে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত আছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউটিউবের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইউটিউবের সিইও সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।

৪৯ বছর বয়সী নীল মোহন ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এরপর ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার হন। নীল মোহনের হাত ধরে তৈরি হয় ইউটিউবের একটি শীর্ষস্থানীয় দল এবং ইউএক্স দল। তারা বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা— ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম এবং শর্টস এগুলো নিয়ে এসেছেন। নীল মোহন মাইক্রোসফ্টের সঙ্গেও কাজ করেছেন। সেখানে তিনি করপোরেট কৌশলের ব্যবস্থাপক ছিলেন। ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান প্রডাক্ট অফিসার হিসেবে কাজ করে আসছেন। তবে কখন আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন তিনি তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি। পোস্টে সুসান লিখেন, তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।

গুগলে অ্যাড প্রডাক্টসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পর ২০১৪ সালে ইউটিউবের সিইও হয়েছিলেন সুজান। তিনি গুগলের গোড়ার দিকে অন্যতম একজন কর্মী ছিলেন এবং প্রায় ২৫ বছর ধরে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত আছেন।