মক্কায় হজযাত্রীদের জন্য দিন-রাত জমজমের পানি

- আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: হজযাত্রীদের জন্য নেয়ামত হল জমজম কূপের পবিত্র পানি। হজযাত্রীদের তৃষ্ণা মেটানোর সঙ্গে সঙ্গে জমজমের পানি সকলের মনে প্রশান্তি নিয়ে আসে। আর পবিত্র হজ চলাকালীন জমজমের পানির গুরুত্ব ও চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিদের কাছে জমজমের পানি পৌঁছে দিতে বেশকিছু আধুনিক ব্যবস্থা গ্রহণ করেছে সউদি আরবের ধর্মমন্ত্রক।
জানা গেছে, এবছর হজযাত্রীদের হাইড্রেটেড রাখতে মক্কায় ৯টি সার্ভিস সেন্টার দিবারাত্র চালু থাকবে। জমজমের পানি বিতরণ ব্যবস্থার ডেপুটি সুপারভাইসার রায়ান দারউয়িশ জামজামি বলেন, অন্তত ১ হাজার কর্মী কাজ করবেন। ‘আমরা ৩৩০ মিলিলিটারের বোতল হাজিদের দেব। প্রত্যেককে প্রতিদিন তিনটি করে পানির বোতল দেওয়া হবে।’
ডেপুটি সুপারভাইসার রায়ান আরও জানান, জমজমের অনলাইন প্ল্যাটফর্ম হজ ও উমরাহমন্ত্রক থেকে তথ্য সংগ্রহ করে ও ১২জন নারী চালিত কন্ট্রোল সেন্টার থেকে সার্ভিস সেন্টার স্টাফদের কাজে নিয়োজিত করা হয়। তিনি জানান, ‘একটি গাড়ি করে ডেলিভারি করা হবে। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অনলাইনে ট্র্যাক করা যাবে গাড়িটিকে, এরপর কোড স্ক্যান করলে ডেলিভারি শেষ।’
রায়ান জামজামির কথায়, এই প্রোজেক্টটি প্রথম শুরু হয় ৪ নারীকে নিয়ে। এবছর সেই সংখ্যা ১২ হয়েছে। ফিল্ড সার্ভিস সেন্টারের আওতায় কাজ করবেন ৯৫০জন কর্মী যারা হজ চলাকালে দিনরাত পবিত্র স্থানগুলিতে পানি সরবরাহ ও বিতরণের কাজ করবে। এরই পাশাপাশি হজযাত্রীজের হোটেল বা বাসভবনে জমজমের পানি সরবরাহে কাজ করবে ১৩৭টি ট্রাক। কোম্পানির তরফে আরও বলা হয়, ২৭০ মিলিলিটারের নয়া এক ধরনের কালো-সোনালি কাচের বোতলও তৈরি হয়েছে। বোতলটির নকশা করা হয়েছে পবিত্র কাবার কিসওয়ার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে।